গাজীপুর মহানগরীর নাওজোড় এলাকায় নিজ দোকান থেকে রহিম মিয়া (৩০) নামে এক তেল ব্যবসায়ীর লাশ লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৮টায় মহানগরীর নাওজোড় এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দোকানে লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেন।
নিহত রহিম মিয়া ঝালকাঠি জেলার সদর উপজেলার চুন্নু মিয়ার ছেলে। তিনি নাওজোড় এলাকার জনৈক আরিফ হোসেনের বাসায় ভাড়া থাকতেন।
এলাকাবাসী জানান, নাওজোড় এলাকায় মহাসড়কের পাশে দোকান নির্মাণ করে তেল ও মবিল বেচাকেনার ব্যবসা করতেন রহিম। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ওই দোকানের ভেতর চৌকির ওপর রহিমকে মৃত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। এ সময় তার নাক ও মুখ থেকে রক্ত ঝরছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
গাজীপুর মহানগরের বাসন থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তেল ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। তার নাক ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন :