মহাসড়কে পানি ছিটানোর লরি থামিয়ে অগ্নিসংযোগ


Assroy প্রকাশের সময় : নভেম্বর ৬, ২০২৩, ৫:২৯ অপরাহ্ন /
মহাসড়কে পানি ছিটানোর লরি থামিয়ে অগ্নিসংযোগ

বগুড়া প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুরে অবরোধকারীরা নির্মাণাধীন মহাসড়কে পানি ছিটানোর সময় পানিবাহী লরি থামিয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করেছে। আগুনে লরির ইঞ্জিনসহ কেবিনের পুরো অংশ পুড়ে গেছে। সোমবার বেলা পৌনে ১২টার দিকে উপজেলার বেতগাড়ী এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।

পানিবাহী লরির চালক হাফিজুর রহমান গাজী জানান, ঢাকা-রংপুর মহাসড়ক ফোর লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ চলছে। দুপুরের দিকে তারা ৩-৪ জন বেতগাড়ী এলাকায় সিপিসিএল কোম্পানির লরি (ঢাকা মেট্রো-ড ১১-০৩৩৮) দিয়ে মহাসড়কে পানি ছিটাচ্ছিলেন। সে সময় প্রায় ২০ জন পিকেটার সেখানে এসে তাদের লরি থেকে নেমে যেতে বলে। তারা গাড়ি থেকে নামার পরপরই পিকেটাররা লরিতে দাহ্য কোনও পদার্থ ছুড়ে মারে। সঙ্গে সঙ্গে বিকট শব্দে লরিতে আগুন জ্বলে ওঠে। আগুনে লরির ইঞ্জিনসহ কেবিনের পুরো অংশ পুড়ে গেছে। আগুনে ওই কোম্পানির কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।

শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ‘পিকেটাররা বেতগাড়ী এলাকায় মহাসড়কে পানিবাহী লরি থামিয়ে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ আহত হয়নি। দুর্বৃত্তদের শনাক্ত করার কাজ চলছে।’