মাগুরায় ১৩১ বছরের প্রাচীন মেলা শুরু


Assroy প্রকাশের সময় : জানুয়ারী ১৩, ২০২৪, ৪:১২ অপরাহ্ন /
মাগুরায় ১৩১ বছরের প্রাচীন মেলা শুরু

মাগুরা প্রতিনিধি

হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড়ে শুরু হয়েছে মাগুরার প্রাচীনতম গ্রামীণ বড়রিয়ার মেলা। শুক্রবার (১২ জানুয়ারি) থেকে শুরু হওয়া এ মেলা চলবে রবিবার পর্যন্ত।

ঐতিহ্যবাহী ঘোড়দৌড়ের মাধ্যমে মহম্মদপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চল বড়রিয়ায় শুরু হয় এ মেলা। মেলায় দূর-দূরান্ত থেকে দর্শনার্থীদেরকে আসতে দেখা যায়। স্থানীয় মানুষের আত্মীয়-স্বজনও মেলা উপলক্ষে গ্রামে এসেছেন। 

মেলায়, নিত্য ব্যবহার্য সামগ্রী থেকে শুরু করে মিষ্টির দোকান, খেলনার দোকান, মাছ, খাবার, আসবাব, পোশাক, আচারসহ নানা ধরনের স্টল দেখতে পাওয়া যায়।

মিষ্টি বিক্রেতা নূর আলী জানান, তিনি মানিকগঞ্জ থেকে এসেছেন।  প্রতি বছর তিনি মেলায় দোকান করেন।

খেলনার দোকানদার মতিন জানান, তিনি নড়াইল থেকে এসেছেন।  প্রতিবছর আসেন এ মেলায়।

মেলা উপলক্ষে বড়রিয়ায় বসে জামাই মেলা। গ্রামের বাড়িতে বাড়িতে জামাইয়ের আগমনকে কেন্দ্র করে মেলায় ওঠে বড় বড় মাছ।

তবে তিন দিনব্যাপী মেলার প্রধান আকর্ষণ ঘোড়দৌড়। এ প্রতিযোগিতায় বিভিন্ন অঞ্চল ১২টি ঘোড়া অংশ নেয়। 

মেলা পরিদর্শন শেষে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কলিম উল্লাহ বলেন, বড়রিয়া মেলা এ অঞ্চলের প্রাচীনতম। হাজার হাজার মানুষের উপস্থিতি যেন নিরাপদ হয় সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা আমরা নিশ্চিত করেছি।