মীরসরাইয়ে জামায়াতের সেক্রেটারিসহ গ্রেফতার ৩


Assroy প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২৩, ৩:১৩ অপরাহ্ন /
মীরসরাইয়ে জামায়াতের সেক্রেটারিসহ গ্রেফতার ৩

মীরসরাই প্রতিনিধি

মীরসরাইয়ে থানা জামায়াতের সেক্রেটারিসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার (৮ নভেম্বর) দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো– মীরসরাই থানা জামায়াতের সেক্রেটারি ও সাহেরখালী হাবিবিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আনোয়ারুল্লাহ আল মামুন (৬৫), ওয়াহেদপুর ইউনিয়ন জামায়াতের আমির ও জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মো. সিরাজুল ইসলাম (৪৫) এবং জামায়াত কর্মী অহিদুর নূর চৌধুরী (৫০)।

উপজেলার সাহেরখালী, মঘাদিয়া ও বড়কমলদহ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন বলেন, ‘গ্রেফতার জামায়াত নেতাদের নামে থানায় মামলা রয়েছে। তাদের মধ্যে দুই জনকে বুধবার আদালতে পাঠানো হয়েছে। মীরসরাই থানা জামায়াতের সেক্রেটারি আনোয়ারুল্লাহ আল মামুনকে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হবে।’