মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে জাতীয় পার্টির প্রধান নির্বাচনি কার্যালয়ে নৌকার সমর্থকরা হামলা ও ভাঙচুর করেছেন বলে অভিযোগ করেছেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. মাহমুদুর রহমান। এ হামলায় জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদকসহ পাঁচ জন আহত হয়েছেন।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে মৌলভীবাজার শহরের বড়হাট এলাকায় জাতীয় পার্টির প্রার্থী মো. আলতাফুর রহমানের নির্বাচনি কার্যালয়ে অতর্কিত হামলা চালান নৌকার সমর্থকরা। এ সময় কার্যালয়ের ভেতরে থাকা পাঁচ জন আহত হন। আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
আহতরা হলেন– জুয়েল আহমদ, খালেদ চৌধুরী, শাহাজান মিয়া, মো. হানিফ, কায়েছ চৌধুরী। তাদের মধ্যে গুরুতর আহত হন জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুয়েল আহমদ।
মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ মাহমুদুর রহমান বলেন, ‘হামলাকারীরা মারধরের সময় হুঁশিয়ারি দিয়ে বলেছে, এখানে নৌকার অফিস ছাড়া অন্য কোনও দল ও প্রার্থীর অফিস করা যাবে না। অন্যথায় ভয়াবহ পরিণতির জন্য প্রস্তুত থাকতে বলে।’
তিনি আরও বলেন, ‘ঘটনার পর আহতদের হাসপাতালে এনে চিকিৎসা চলছে। এ ঘটনার মামলার প্রস্তুতি নিচ্ছি।’
মৌলভীবাজার মডেল থানার ওসি কে এম নজরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত চলমান আছে। হামলাকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।’
এদিকে, এ ঘটনার পরপর আইনশৃঙ্খলা বাহিনী শহরে টহল জোরদার করেছে।
আপনার মতামত লিখুন :