যশোরের কেশবপুরে আমন ধানের বাম্পার ফলন


Assroy প্রকাশের সময় : নভেম্বর ২৪, ২০২৩, ১১:৫১ পূর্বাহ্ন /
যশোরের কেশবপুরে আমন ধানের বাম্পার ফলন

আশ্রয় ডেস্ক

জেলার কেশবপুর উপজেলায় চলতি মৌসুমে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। ইতোমধ্যে ক্ষেতের ধান প্রায় ৯৫ ভাগ সংগ্রহ সম্পন্ন হয়েছে।
কেশবপুর উপজেলার সরকারি কৃষি অধিদপ্তর সুত্রে জানা গেছে- চলতি আমন মৌসুমে উপজেলা ৮ হাজার ৯৬৭ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে।
আমন ধানের চাষ সুন্দর ভাবে সফল করতে প্রণোদনার মাধ্যমে কৃষকদের উৎসাহিত করতে সরকার কেশবপুর উপজেলার প্রায় সাড়ে ৪ হাজার কৃষকের মধ্যে বিনামূল্যে উন্নত জাতের বীজ ধান ও বিভিন্ন প্রকার রাসায়নিক সার বিতরণ করেছে।
আমন ধান উৎপাদনের বিভিন্ন উপকরণ ন্যায্যমূল্যে সহজ প্রাপ্তি ও অনুকূল আবহাওয়ার কারণে উপজেলায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে এবং কোনো প্রাকৃতিক প্রতিকুলতা ছাড়াই ইতোমধ্যে ধান সংগ্রহ প্রায় শেষ হয়েছে।
উপজেলার ত্রিমোহীনি ইউনিয়নের চাঁদড়া গ্রামের আব্দুল কুদ্দুস জানান- তাদের এলাকার বিলে প্রতিবছর আমন ধানের চাষ হয়ে থাকে বেশি। এ বছর ধানের বাম্পার ফলন হয়েছে। তবে কিছু-কিছু এলাকায় কারেন্ট পোকা আক্রমণ করে একটু ক্ষতি হয়েছে। বসুন্তিয়া গ্রামের কৃষক আব্দুর রহিম বলেন- তাদের এলাকার বিল সমুহে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। এবছর সরকারের পক্ষ হতে আমন ধান চাষের জন্যে প্রণোদনাসহ যথেষ্ট সহযোগিতা দেওয়া হয়েছে।
কেশবপুর উপজেলার কৃষি অধিদপ্তরের উপ-সহকারী কৃষি অফিসার অনাথ বন্ধু দাস বলেন- আমন ধানের চাষ সুন্দর ভাবে সফল করতে উপ-সহকারী কৃষি অফিসারগণ কৃষকদের মাঠে গিয়ে নিয়মিত পরিদর্শন করে তাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন।
কেশবপুর উপজেলার কৃষি অধিদপ্তরের কর্মকর্তা মাহমুদা খাতুন বলেন- উপজেলায় আমন মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে এবং কৃষক তাদের ধান মোটামুটি সুন্দরভাবে ৯৫ ভাগ জমির ধান ইতিমধ্যেই সংগ্রহ করেছে। উপজেলার ৪ হেক্টর জমিতে কারেন্ট পোকার আক্রমণ দেখা দিলে কৃষি অফিস ৩ দশমিক ৭০ হেক্টর জমির কারেন্ট পোকা সফলভাবে দমন করতে সক্ষম হয়েছে।