যশোর প্রতিনিধি
দেড় ঘণ্টার ব্যবধানে আবারও যশোর শহরে আরও একটি ভোট কেন্দ্রে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার রাত সাড়ে ৮টার শহরের ঘোপ এলাকার সরকারি এনএম খান প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের পেছনে পরপর তিনটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।
কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার সঞ্জয় কুমার বাহাদুর বলেন, ‘রাত সাড়ে ৮টার দিকে ভোট কেন্দ্রের পেছনের সড়কে পরপর তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটে। কেন্দ্রের মধ্যে তেমন কিছু হয়নি। বিষয়টি জানার পর পুলিশের একটি দল এসে ঘটনাস্থল পরিদর্শন করে গেছে। আমরা এখানেই অবস্থান করছি। আশা করছি, ভোটে তেমন কোনও সমস্যা হবে না।’
এর আগে সন্ধ্যা ৭টার দিকে শহরের শংকরপুর চোপদারপাড়া এলাকায় শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
আপনার মতামত লিখুন :