যশোরে সড়ক দুর্ঘটনায় উপজেলা সমবায় কর্মকর্তা নিহত


Assroy প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২৩, ৭:৪৩ পূর্বাহ্ন /
যশোরে সড়ক দুর্ঘটনায় উপজেলা সমবায় কর্মকর্তা নিহত

যশোর-বেনাপোল সড়কের ধোপাখোলা-নিমতলা এলাকায় গতরাতে সড়ক দুর্ঘটনায় ঝিকরগাছা উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক কামরুন্নাহার পুতুল (৩৪) নিহত হয়েছেন।মঙ্গলবার রাত ৮টার দিকে তিনি মারা যান। মৃত কামরুন্নাহার পুতুল শহরের খড়কি ধোপাপাড়ার আব্দুর রাজ্জাকের স্ত্রী।
নিহতের স্বজন সূত্রে জানা গেছে, সমবায় কর্মকর্তা কামরুন্নাহার পুতুল মঙ্গলবার অফিস শেষে সন্ধ্যার দিকে এক সহকর্মীর মোটরসাইকেলে ঝিকরগাছা থেকে শহরের বাসায় ফিরছিলেন।পথিমধ্যে ধোপাখোলা-নিমতলা এলাকায় পৌঁছালে পিছন থেকে অপর একটি মোটরসাইকেল পুতুলকে বহনকরা মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়ারা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতলে ভর্তি করে। সেখানে রাত ৮ টার দিকে তার মৃত্যু হয়।
হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা: আব্দুর রশিদ জানান,ভর্তির সময় আহত কামরুন্নাহার পুতুলের অবস্থা আশংকাজনক ছিল।দুর্ঘটনায় মাথায় প্রচন্ড আঘাত লাগার কারণে তার মৃত্যু হতে পারে বলে ধারনা করা হচ্ছে।