যশোর প্রতিনিধি
যশোর কেন্দ্রীয় কারাগারে থাকা হাবিবুর রহমান (৭০) নামে ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) সকালে যশোর কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি মাগুরা শালিখা উপজেলার কোটপাড়া এলাকার মৃত গহর আলী মুন্সির ছেলে। যশোর কেন্দ্রীয় কারাগারের জেলর শরিফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
কারাগার সূত্রে জানা গেছে, ফাঁসির দণ্ডপ্রাপ্ত হাবিবুর রহমান যশোর কেন্দ্রীয় কারাগারে অভ্যন্তরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর কর্তব্যরত কারারক্ষীরা তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক রেজোয়ান পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) পার্থপ্রতিম চক্রবর্তী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্রেন স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
আপনার মতামত লিখুন :