যুবলীগ নেতা জাহিদুল হত্যার মূল পরিকল্পনাকারীসহ তিন আসামি গ্রেফতার


Assroy প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২৩, ৪:২৪ অপরাহ্ন /
যুবলীগ নেতা জাহিদুল হত্যার মূল পরিকল্পনাকারীসহ তিন আসামি গ্রেফতার

রংপুর প্রতিনিধি

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়ন যুবলীগ সভাপতি জাহিদুল ইসলামকে নৃশংসভাবে হাত-পায়ের রগ কেটে কুপিয়ে হত্যার ঘটনায় মূল পরিকল্পনাকারী উপজেলা ছাত্রদল সহসভাপতি মারুফসহ কিলিং মিশনে অংশ নেওয়া অপর বিএনপি-জামায়াতের তিন ক্যাডারকে গ্রেফতার করেছে রংপুর র‌্যাব-১৩।

গ্রেফতার অপর দুজন হলেন বিএনপির সদস্য জয়নাল মিয়া এবং জামায়াত নেতা মোজাম্মেল হক।

বুধবার (১৫ নভেম্বর) দুপুরে রংপুর নগরীর উত্তম এলাকায় র‌্যাব-১৩ কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রধান কমান্ডার আরাফাত ইসলাম জানান, রাজনৈতিক প্রতিহিংসার জেরে যুবলীগ সভাপতি জাহিদুল ইসলামকে বেশ কিছুদিন ধরে বিএনপি ও জামায়াতের সন্ত্রাসীরা হত্যার হুমকি দিয়ে আসছিল। গত ১২ নভেম্বর রাত ১১টার দিকে যুবলীগ নেতা মোটরসাইকেলযোগে সুন্দরগঞ্জ থানার বামনডাঙ্গা থেকে ছাতনাইতলা আসার পথে শাখামাড়া ব্রিজের কাছে আসামিরা তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় হাত-পায়ের রগ কেটে রামদা দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়।

এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করা হয়। আসামিদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান শুরু করে র‌্যাব। অন্যান্য খুনিদের গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।