রাঙ্গামাটিতে ৩ পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা


Assroy প্রকাশের সময় : ডিসেম্বর ১১, ২০২৩, ১২:৩৩ অপরাহ্ন /
রাঙ্গামাটিতে ৩ পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা

আশ্রয় ডেস্ক

জেলায় ন্যায্য দামের চেয়ে বেশি মূল্যে পেঁয়াজ বিক্রি করার অপরাধে শহরের তবলছড়ি বাজার ও বনরূপা বাজারে ব্যবসায়ীদের সর্তক ও ৩ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বেলা ১১টা থেকে রাঙ্গামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শ্রাবণী বিশ্বাস শহরের তবলছড়ি বাজারে প্রায় ২০টি দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এ সময় বাজারে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করার দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা এবং গুদামে মজুত রেখে দোকানে পেঁয়াজ পর্যাপ্ত না রাখায় তবলছড়ির বেশ কজন ব্যবসায়ীকে সতর্ক করা হয়।
এছাড়া ন্যায্য দামের চেয়ে বেশি মূল্যে পেঁয়াজ বিক্রি করার অপরাধে শহরের বনরূপা বাজারের ২ ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
দ্রব্যমূল্যের দাম স্বাভাবিক রাখতে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস।