রাজশাহীর আরডিএ মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট


Assroy প্রকাশের সময় : জানুয়ারী ৮, ২০২৪, ৩:৩১ অপরাহ্ন /
রাজশাহীর আরডিএ মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী নগরীর আরডিএ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৯টি ইউনিট।

সোমবার (০৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে নগরীর সাহেব বাজার এলাকার এই মার্কেটে আগুন লাগে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী ফায়ার সার্ভিসের উপপরিচালক ওয়াহেদুল ইসলাম। 

তিনি বলেন, ‘রাত পৌনে ৮টা থেকে আমাদের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। এই ঘটনায় এখনও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। মার্কেটে ঢোকার পথে দোতলায় একটি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এখনও নিয়ন্ত্রণে আসেনি। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। 

খোঁজ নিয়ে জানা গেছে, বেশ কয়েক বছর আগে আরডিএ মার্কেটকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল ফায়ার সার্ভিস। এরপরও সেখানে বাণিজ্যিক কার্যক্রম চলছিল।