সারাদেশে আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাট জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আজ বুধবার সকাল সাড়ে ১০ টায় মানববন্ধনসহ এক প্রতিবাদ সভার আয়োজন করে ।
জয়পুরহাট জেলা শহরের জিরো পয়েন্ট পাঁচুরমোড়ে আয়োজিত প্রতিবাদে সমাবেশে সভাপতিত্ব করেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাম্মীম আজিজ সাজ । বিএনপি – জামাতের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদ জানিয়ে ঘন্টা ব্যাপী আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবিনা চৌধুরী প্রমূখ। জেলা মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ গ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :