সিলেট বিভাগে ১১ উপজেলায় নির্বাচিতদের শপথ গ্রহণ 


Assroy প্রকাশের সময় : মে ২৭, ২০২৪, ১২:৫৪ অপরাহ্ন /
সিলেট বিভাগে ১১ উপজেলায় নির্বাচিতদের শপথ গ্রহণ 

আশ্রয় ডেস্ক

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সিলেট বিভাগের ১১টি উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ীরা শপথ গ্রহণ করেছেন।
আজ সোমবার সকাল ১১টায় সিলেটের বিভাগীয় কমিশনার কার্যালয়ের হলরুমে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ১১টি উপজলার নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা শপথ নেন। এসময় তাদেরকে শপথবাক্য পাঠ করান সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী (এনডিসি)। শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ।
উল্লেখ্য, গত ৮ মে প্রথম ধাপে সিলেট জেলায় ৪টি, সুনামগঞ্জে ২টি, মৌলভীবাজারে ৩টি এবং হবিগঞ্জে ২টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলাগুলো হলো- সিলেট সদর, দক্ষিণ সুরমা, বিশ্বনাথ ও গোলাপগঞ্জ, হবিগঞ্জের আজমিরিগঞ্জ ও বানিয়াচং, সুনামগঞ্জের দিরাই, শাল্লা এবং মৌলভীবাজারের কুলাউড়া, বড়লেখা ও জুড়ি উপজেলা।