সৌদি প্রবাসীর স্ত্রী ও দুই মেয়ের রহস্যজনক মৃত্যু


Assroy প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০২৩, ৫:০৪ অপরাহ্ন /
সৌদি প্রবাসীর স্ত্রী ও দুই মেয়ের রহস্যজনক মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের হোসেনপুরে সৌদি প্রবাসীর স্ত্রী ও দুই মেয়ের রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার শাহেদল ইউনিয়নের বাসুর চর গ্রামে নিজ বাড়ি তাদের লাশ উদ্ধার করা হয়।

দুপুর সাড়ে ১২টায় হোসেনপুর থানার ওসি আসাদুজ্জামান টিটু তিনটি লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি জানার পর আমরা ঘটনাস্থল পৌঁছে মা ও দুই মেয়ের লাশ উদ্ধার করেছি। নিহতের স্বামী সৌদি প্রবাসী বলে জানতে পেরেছি। তবে তাদের মৃত্যুর বিষয়টি রহস্যজনক। আমরা পার্শ্ববর্তী সবার সঙ্গে কথা বলছি, তদন্ত করে বিস্তারিত জানা যাবে।

মৃতরা হলেন- সৌদি আরব প্রবাসী মঞ্জিল মিয়ার স্ত্রী তাসলিমা (৪২), বড় মেয়ে মহনা (১১) ও ছোট মেয়ে বন্যা (৭)।