নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের স্বতন্ত্র কাঁচি প্রতীকের প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিকের নির্বাচনি পথসভায় যোগ দিয়েছেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড. জামাল উদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে সেনবাগ উপজেলার সেবারহাট বাজারের এই পথসভা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিক, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড. জামাল উদ্দিন আহমেদ, সেনবাগ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আহমেদ চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শিহাব উদ্দিন, ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ বিএসসিসহ আরও অনেকে।
আপনার মতামত লিখুন :