হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের চুনারুঘাটে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ নারীসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে শায়েস্তাগঞ্জ-চুনারুঘাট সড়কের চাঁনভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকার ছমেদ মিয়ার স্ত্রী সুফিয়া বেগম, চুনারুঘাটের দুর্গাপুরের ফারুক মিয়ার ছেলে তানিম মিয়া ও একই উপজেলার রামশ্রী গ্রামের আনোয়ার আলীর মেয়ে তামান্না আক্তার।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে শায়েস্তাগঞ্জ থেকে চুনারুঘাটগামী ব্যাটারিচালিত অটোরিকশাটি চাঁনভাঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন যাত্রীদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পথেই তানিম মিয়া ও তামান্না আক্তার মৃত্যুবরণ করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুফিয়া বেগম।
চুনারুঘাট ও মাধবপুর থানা সার্কেল এসপি নির্মলেন্দু চক্রবর্তী দুর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন :