হিলির বাজারে নতুন ভারতীয় আলু, প্রতি কেজি ৮০ টাকা


Assroy প্রকাশের সময় : নভেম্বর ৯, ২০২৩, ৮:০৩ পূর্বাহ্ন /
হিলির বাজারে নতুন ভারতীয় আলু, প্রতি কেজি ৮০ টাকা

হিলি প্রতিনিধি

সম্প্রতি দেশে আলুর বাজার স্থিতশীলতা আনতে আমদানির অনুমোদন দেয় সরকার। এরপর ভারতীয় কার্ডিনাল জাতের আলু আমদানি করেন ব্যবসায়ীরা। এরই মধ্যে দিনাজপুরের সীমান্তবর্তী হিলি কাঁচাবাজারে এসেছে আমদানিকৃত ভারতীয় নতুন আলুও। এসব আলু প্রতি কেজি বিক্রি করা হচ্ছে ৮০ টাকা কেজি দরে। অন্য আলুর চেয়ে দাম খানিকটা বাড়তি হলেও নতুন হিসেবে এই আলুর স্বাদ নিতে অনেকেই কিনছেন।

বুধবার (৮ নভেম্বর) হিলির কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, বাজারের অধিকাংশ দোকানেই আলুর পর্যাপ্ত সরবরাহ রয়েছে। সব দোকানেই দেশীয় কার্ডিনাল ও গুটি আলু পাওয়া যাচ্ছে। সেই সঙ্গে কিছু দোকানে দেখা মিলছে আমদনিকৃত কাটিনাল জাতের আলু। তবে দুয়েকটি দোকানে রাখা হয়েছে, আমদানিকৃত ভারতীয় নতুন আলুও; যা বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। বাজারে আমদানিকৃত কার্ডিনাল জাতের আলু বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে; যা কয়েকদিন আগেও ৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। 

এদিকে দেশীয় কাটিনাল জাতের আলু পাইকারিতে বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৩৬ টাকা দরে; যা খুচড়ায় বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে। গত সপ্তাহেও যা ৪৫ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এছাড়া দেশীয় গুটি জাতের আলু পাইকাড়িতে বিক্রি হচ্ছে ৪৮ টাকা কেজি দরে; যা খুচড়ায় বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে। এই আলু কয়েকদিন আগেও ৫৫ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল।

হিলি বাজারে আলু কিনতে আসা মিনহাজুল ইসলাম বলেন, আজকেই বাজারে নতুন আলু দেখতে পেলাম। শুনলাম এসব নতুন আলু নাকি ভারত থেকে আমদানি করা নতুন আলু। এমনিতেই কার্ডিনাল আলু কিনতে হচ্ছে ৪০ টাকা কেজি দরে আর গুটি জাতের আলু আমাদের কিনতে হচ্ছে ৫০ টাকা কেজি দরে। আমাদের দেশে নতুন আলু উঠতে আরও কিছুদিন সময় লাগবে। নতুন আলু স্বাদ নিতে ৮০ টাকা কেজি দরেই হাফ কেজি নতুন আলু কিনেছি।  

অপর ক্রেতা সিদ্দিক হোসেন বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় যে পণ্যের দাম তাতে করে আমাদের সংসার চালাতেই হিমশিম খেতে হচ্ছে। বিশেষ করে আলুর যে দাম উঠেছিল তাতে করে আমাদের মত মানুষদের ভর্তা ভাত খাওয়া দুস্কর হয়ে পড়েছিল। এমন অবস্থায় ভারত থেকে আলু আমদানির ফলে আমরা ৩০ টাকা কেজি দরে আলু খেতে পারছি। তবে বাজারে নতুন আলু দেখে নেওয়ার ইচ্ছে হয়েছিল, তাই দাম শুনছিলাম। তবে ৮০ টাকা কেজি চাইছে আলুর দাম তাতে করে স্বাদ মিটে গেছে। এত বাড়তি দাম দিয়ে এই আলু খাওয়ার সামর্থ্য আমাদের নেই। আমাদের দেশে যখন নতুন আলু উঠবে দাম কমে আসবে তখন না হয় কিনে খাবো।

হিলি বাজারের আলু বিক্রেতা সোহেল রানা বলেন, ভারতীয় নতুন আলু আমদানি হয়েছে আমি অল্প কিছু আলু ব্যবসায়ীদের নিকট থেকে ৬০ টাকা কেজি দরে ক্রয় করেছি। বাজারে এই আলু খুচরাতে ৮০ টাকা কেজি দরে বিক্রি করছি। সাধারণত এই সময়ে নতুন আলু পাওয়া যায় না। যার কারণে অনেকেই এই নতুন আলুর স্বাদ নিতে কিনছেন।

হিলি স্থলবন্দরের আলু ব্যবসায়ী সাহাবুল ইসলাম বলেন, ‘দেশের বাজারে আলুর দাম নিয়ন্ত্রণে ও সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার আমদানির অনুমতি দেওয়ার পর থেকেই ভারত থেকে আলু আমদানি অব্যাহত রেখেছেন বন্দরের আমদানিকারকরা। আর আলু আমদানির ফলে ইতোমধ্যেই দেশের বাজারে আলুর দাম কমতে শুরু করেছে। প্রথমদিকে বন্দরে প্রতি কেজি আলু পাইকাড়িতে ৩০ থেকে ৩২ টাকা বিক্রি করা হয়। দিন দিন আমদানি বাড়ায় সেই দাম কমে এখন কিন্তু ২৮ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এরই মাঝে ভারতের বাজারে নতুন আলু উঠতে শুরু করেছে। আর নতুন আলুর দেশের বাজারেও ভালো চাহিদা রয়েছে। সেই সুবাদে গতকাল বন্দর দিয়ে আমরা এক ট্রাক নতুন আলু আমদানি করেছিলাম। এই নতুন আলু ৫৫ টাকার উপরে পড়েছে। আমরা ঢাকায় এসব আলু ৬০ টাকা কেজি দরে বিক্রি করে দিয়েছি। স্থানীয় বাজারেও এই নতুন আলু অল্প কিছু পরিমাণে দিয়েছিলাম; যা বাজারের দোকানে খুচড়াতে বিক্রি হচ্ছে।’