মেহেরপুরের বামন্দির সুন্দরী বেগমের হত্যা রহস্য উন্মোচন


Assroy প্রকাশের সময় : জুন ১২, ২০২০, ৪:১৭ অপরাহ্ন / ৩৪
মেহেরপুরের বামন্দির সুন্দরী বেগমের হত্যা রহস্য উন্মোচন

মেহেরপুর জেলার গাংনী থানার বামন্দির বাজারস্থ সুন্দরী বেগমের হত্যা রহস্য উন্মোচিত হয়েছে। মেহেরপুর ডিবি পুলিশ সুন্দরী হত্যাকান্ডের সহিত সরাসরি জড়িত আসামি মোঃ জামিরুল ইসলাম ওরফে যামু(৩৩) কে পুলিশের আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় গ্রেফতার করে।আসামি জামিরুল কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার শিতলাই পাড়া গ্রামের আবু আফ্ফানের ছেলে।সে নিহত সুন্দরী বেগমের স্বামী  রুস্তম আলীর ভাতিজা।

পুলিশ সুপারের প্রেস ব্রিফিং

আসামি জামিরুল বিজ্ঞ আদালতে ক্রিমিনাল প্রসিডিউর কোডের ১৬৪ ধারা মোতাবেক দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করিয়াছে। এ হত্যাকান্ডের রহস্য উদঘাটনের বিষয়ে মেহেরপুর জেলার পুলিশ সুপার মুরাদ আলী গাংনী থানার মামলা নং-২৪ তারিখ-২৯/০৫/২০২০ খ্রিঃ বামন্দি বাজারস্থ চাঞ্চর‌্যকর (Clueless) হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারের বিষয়ে সাংবাদিকদের সামনে এক প্রেস ব্রিফিং প্রদান করেছেন।জমিজমা ও টাকা পয়সা নিয়ে এই হত্যাকান্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে বলে পুলিশ সুপার প্রেস ব্রিফিং এ জানান।

উল্লেখ্য: বিগত ২৮/০৫/২০২০  ইং তারিখে গাংনী থানাধীন বামন্দী বাজারের পাশে রুস্তম আলীর স্ত্রী সুন্দরী বেগমের অর্ধগলিত লাশ পুলিশ উদ্ধার করে। কিন্তু হত্যার রহস্য উদঘাটনে ডিবি পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছিল আজ সেই হত্যা রহস্য উন্মোচিত হল।