সারাদেশের আইসিইউর সেন্ট্রাল মনিটরিং আছে কিনা জানানোর নির্দেশ


Assroy প্রকাশের সময় : জুন ১২, ২০২০, ১১:১৬ পূর্বাহ্ন / ৪৩
সারাদেশের আইসিইউর সেন্ট্রাল মনিটরিং আছে কিনা জানানোর নির্দেশ

সারাদেশের আইসিইউর সেন্ট্রাল মনিটরিং আছে কি না তা মঙ্গলবারের (৯ জুন) মধ্যে জানানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে কোভিড রোগীদের জন্য কতটা আইসিইউ আছে, কতটা বেড আছে তাও জানাতে বলা হয়েছে।

সোমবার (০৮ জুন) এই নির্দেশনা দেন হাইকোর্ট। এর আগে গণমাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য মতে জানা যায়, দেশে কোভিড মোকাবিলায় সরকারি বেসরকারি হাসপাতালে মোট বরাদ্দকৃত আইসিইউর সংখ্যা ৩৯৯। এর মধ্যে ২৫৬টি ঢাকায়, ১৩৪ টি অন্যান্য জেলায়। প্রতিদিন যে হারে রোগী বাড়ছে তাতে প্রয়োজনে আইসিইউ পেতে অপেক্ষা করতে হয় সুস্থ কিংবা মৃত্যুজনিত কারণে সিট খালি হওয়া পর্যন্ত।

আরো জানা যায়, দেশে মোট আইসিইউ শয্যার সংখ্যা প্রায় এক হাজার। এর মধ্যে ঢাকায় প্রায় চারশতাধিক ও ঢাকার বাইরে বাকি ছয়’শ। অথচ অধিকাংশ কাজ শেষ করেও চালুর অপেক্ষায় বিভিন্ন সরকারি হাসপাতালে প্রায় ৪০টি আইসিইউ।

এই তথ্য থেকে জানা যায়, দেশে আঠারো কোটি মানুষের বিপরীতে আইসিইউ আছে মাত্র ১ হাজারটি।