আজ পুনরায় খুলবে রাফাহ ক্রসিং


Assroy প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২৩, ১:৪৮ অপরাহ্ন /
আজ পুনরায় খুলবে রাফাহ ক্রসিং

আন্তর্জাতিক ডেস্ক

গাজা-মিসর সীমান্তের রাফাহ ক্রসিং আজ (রবিবার) আবারও খুলে দেওয়া হতে পারে। শনিবার (১১ নভেম্বর) অবরুদ্ধ গাজায় আটকে পড়া বিদেশি পাসপোর্টধারী ও তার নির্ভরশীলদেরকে সরিয়ে নেওয়ার জন্য এই ক্রসিং খুলে দেওয়া হবে বলে জানিয়েছে গাজা সীমান্ত কর্তৃপক্ষ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রতিবেদন থেকে জানা গেছে, মিসরের এই রাফাহ ক্রসিং গাজায় প্রবেশের একমাত্র প্রবেশদ্বার যেখানে ইসরায়েলের কোনও নিয়ন্ত্রণ নেই। অবরুদ্ধ গাজায় ত্রাণবহর প্রবেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে রাফাহ ক্রসিং। এই ক্রসিং দিয়ে সরে যাচ্ছে দেশি-বিদেশি হাজার হাজার মানুষ।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অনির্দিষ্ট নিরাপত্তার স্বার্থে গাজা-মিসর সীমান্ত ক্রসিং বুধবার বন্ধ করে দেওয়া হয়েছিল।

মিসরীয় সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্ত ক্রসিং স্থানীয় সময় সকাল ৯ টায় বিদেশি এবং চিকিৎসাকর্মীদের স্থানান্তরের কাজ শুরু হবে।