ইউক্রেন সীমান্ত এলাকায় রাশিয়ার মালবাহী ট্রেন লাইনচ্যুত


assroy প্রকাশের সময় : সেপ্টেম্বর ১১, ২০২৪, ৭:৫১ অপরাহ্ন /
ইউক্রেন সীমান্ত এলাকায় রাশিয়ার মালবাহী ট্রেন লাইনচ্যুত

ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার একটি এলাকায় দেশটির মালবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। অনুমোদিত না এমন ব্যক্তিদের হস্তক্ষেপের পর ট্রেনটি লাইনচ্যুত হয়। বুধবার রেল অপারেটর এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
রাশিয়ার জাতীয় রেল অপারেটরের স্থানীয় দপ্তর জানায়, বেলগোরোড অঞ্চলে মঙ্গলবার রাতে ট্রেনটি লাইনচ্যুত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তারা এক বিবৃতিতে বলেছে, ‘এগারোটি খালি বগি এবং মালবাহী ট্রেনের একটি ইঞ্জিন’ গ্রিনিচ মান সময় ২০১৭ টায় ভোলোকোনোভকা গ্রাম এবং নোভি ওস্কোল শহরে মধ্যবর্তী স্থানে লাইনচ্যুত হয়।
বিস্তারিত উল্লেখ না করে ওই বিবৃতিতে বলা হয়, অনুমোদিত না এমন ব্যক্তিদের হস্তক্ষেপে দুর্ঘটনাটি ঘটেছে।
এতে আরো বলা হয়, লাইনটি মেরামতের জন্য এ রেল লাইন দিয়ে ট্রেন চলাচ স্থগিত করা হয়েছে এবং ঘটনটি তদন্ত করে দেখা হচ্ছে।
রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সৈন্য পাঠানোর পর থেকে তাদের রেললাইন বারবার নাশকতা প্রচেষ্টার শিকার হয়েছে।