আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্য করে আটটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। সোমবার (১১ ডিসেম্বর) ভোরে রাশিয়ার ছোড়া সবগুলো ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। দেশটির কর্মকর্তারা বলেছেন, হামলা প্রতিহত করা হলেও চার জন আহত হয়েছেন। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।
ইউক্রেনীয় স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লিমেঙ্কো বলেছেন, কিয়েভের পূর্বাঞ্চলে দারনিতস্কি জেলায় একটি ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েছে। রাজধানীর অন্যত্র ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণের ধাক্কায় একটি বাড়ির জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এপি’র খবরে বলা হয়েছে, ভোরে কিয়েভের একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরপর রাতের কারফিউ জারি থাকা শহরে বিমান হামলার সতর্ক সংকেত বেজে ওঠে।
ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলার ঘটনায় ১২০টি পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
গত বছর শীতে রাশিয়া পরিকল্পিতভাবে ইউক্রেনের জ্বালানি ব্যবস্থায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। ওই সময় দেশটি বিদ্যুৎ বিপর্যয়ে পড়েছিল।
রবিবার ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, সেপ্টেম্বর পর গত সপ্তাহে প্রথমবার রাশিয়া নিজেদের বোমারু বিমান ব্যবহার করেছে। এটি শীতকালে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে বড় হামলা পরিচালনার প্রস্তুতির ইঙ্গিত হতে পারে।
কিয়েভ নিয়মিত রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হচ্ছে। মাত্র দুই সপ্তাহ আগে যুদ্ধের মধ্যে সবচেয়ে তীব্র ড্রোন হামলা হয়েছিল শহরটিতে। ওই সময় ৭৫টি ইরানি শাহেদ ড্রোন দিয়ে হামলা চালায় রুশ সেনারা। ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৭৪টি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছিল।
এছাড়া, সোমবার দক্ষিণাঞ্চলীয় মাইকোলাইভ অঞ্চলেও ১৮টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের বিমানবাহিনী সবগুলো ড্রোন ভূপাতিত করার দাবি করেছে।
আপনার মতামত লিখুন :