আন্তর্জাতিক ডেস্ক
অবরুদ্ধ গাজার খান ইউনিস শরণার্থী শিবিরে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়েফা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, খান ইউনিসের পশ্চিমে ইসরায়েলি হামলায় কত মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন তার হিসেব নেই।
প্রতিবেদনে বলা হয়েছে, খান ইউনিস শহরে বাস্তুচ্যুত হাজার হাজার ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন। উত্তর গাজা থেকে বিতাড়িত হওয়ার পর তারা সবাই খান ইউনিসের শরণার্থী শিবিরে আশ্রয় নেন। তারপরও তাদের রক্ষা নেই। ক্ষণে ক্ষণে তাদের উপর বোমা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।
রবিবার গাজার আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে। অনবরত বিমান হামলা চালিয়েই যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ওয়েফা জানিয়েছে, মধ্য গাজায় সারারাত বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এই হামলায় ডজনখানেকের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল দুই মাসেরও বেশি সময় ধরে হামলা চালিয়ে ১৭ হাজার ৭০০ ফিলিস্তিনি হত্যা করেছে। ৭ অক্টোবর থেকে শুরু হয়ে আজ পর্যন্ত ৪৮ হাজার ৭৮০ জন ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
আপনার মতামত লিখুন :