আন্তর্জাতিক ডেস্ক
অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক বিপর্যয় ঠেকাতে ন্যূনতম জ্বালানি সরবরাহের অনুমোদন দিয়েছে ইসরায়েল। গাজায় সংক্রামক রোগের প্রাদুর্ভাব প্রতিরোধ করতে এই সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশন কান জানিয়েছে, বৃহস্পতিবার এক লাখ ২০ হাজার লিটার জ্বালানি সরবরাহ করা হবে। যেটা আগের দৈনিক অনুমোদনের চেয়ে দ্বিগুণ। চ্যানেল ১২ নিউজ জানিয়েছে, গাজায় জ্বালানি সরবরাহের পরিমাণ এক লাখ ৮০ হাজার লিটার পর্যন্ত হতে পারে।
কান আরও জানিয়েছে, ইসরায়েলের জাতীয় নিরাপত্তা পরিষদের মন্ত্রী ইতামার বেন-গভির ও অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এই সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিয়েছেন।
প্রতিবেদন থেকে জানা যায়, জাতিসংঘের চাহিদা মেটানোর জন্য যুদ্ধকবলিত, অবরুদ্ধ ফিলিস্তিনি ছিটমহল গাজায় প্রতিদিন দুই ট্রাক জ্বালানি প্রবেশের অনুমতি দিয়েছিল ইসরায়েলের যুদ্ধ মন্ত্রিসভা।
আপনার মতামত লিখুন :