গাজায় স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে লন্ডনে বিক্ষোভের ডাক


Assroy প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৩, ১২:৫১ অপরাহ্ন /
গাজায় স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে লন্ডনে বিক্ষোভের ডাক

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে আজ শনিবার (২৫ নভেম্বর) যুক্তরাজ্যের লন্ডনে বড় ধরণের ফিলিস্তিনপন্থি বিক্ষোভ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, এ বিক্ষোভে লন্ডনের পার্ক লেনে কয়েক হাজার বিক্ষোভকারী জড়ো হবেন। শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর প্রকাশ করেছে।

বিক্ষোভটি এমন সময় সংগঠিত হতে যাচ্ছে যখন গাজায় ৪ দিনের যুদ্ধবিরতি চুক্তির আওতায় হামাসের হাতে জিম্মি ২৪ জনের বিনিময়ে ইসরায়েলের কারাগারে বন্দি ৩৯ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়েছে।

গার্ডিয়ান বলছে, প্রায় এক লাখ মানুষ শনিবার পার্ক লেন থেকে হোয়াইটহল পর্যন্ত মিছিল করবে বলে ধারণা করা হচ্ছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস এসোসিয়েশন (পিএ) জানিয়েছে, আজ রাজধানীতে উচ্চ সতর্কতা অবলম্বন করবে মেট্রোপলিটন পুলিশ। বিক্ষোভের সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রায় দেড় হাজার পুলিশ সদস্যকে মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে।

এর আগে, আর্মিস্টিস দিবসের আগের ফিলিস্তিনিপন্থি বিক্ষোভে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনা ঘটে।

তখন দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্র্যাভারম্যান বিক্ষোভকারীদের ‘ঘৃণাত্মক মিছিল’কারী বলে সমালোচনা করেন। একইসঙ্গে পুলিশের বিরুদ্ধে তিনি বিক্ষোভকারীদের প্রতি নমনীয়তা দেখানোর অভিযোগ আনলে চাপের মুখে পড়ে ক্ষমতাসীন দল। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সুয়েলাকে পদত্যাগ করতে বলেন দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক।