আন্তর্জাতিক ডেস্ক
চুরি করতে গিয়ে ঘুমিয়ে পড়ে চীনের এক চোর। ঘুমাতে না ঘুমাতেই জোরে নাক ডাকতে শুরু করে সে। তার নাক ডাকার শব্দ শুনেই জেগে ওঠেন বাড়ির মালিক। তারপর কী ঘটেছে সে গল্পই তুলে ধরেছে হংকং-ভিত্তিক ইংরেজি দৈনিক সাউথ চায়না মর্নিং পোস্ট।
এক রাতে দক্ষিণ-পশ্চিম চীনের ইউনান প্রদেশের একটি বাড়িতে চোর ঢুকে। কিন্তু সে সময় বাড়ির মালিক জেগে ছিলেন। ঘরের ভেতরে মানুষের আওয়াজ শুনে ভয় পেয়ে যায় চোর। তাই বাড়ির মালিক ঘুমানো পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নেয়। চোর একটি আলাদা রুমে অপেক্ষায় থাকে। তখনই বিপদ ঘটে। অপেক্ষা করতে করতে চোর সিগারেট জ্বালায়। আর সিগারেট ফুঁকতে ফুঁকতে এক সময় ঘুমিয়ে যায় ওই চোর।
ততক্ষণে ছোট বাচ্চাকে নিয়ে ঘুমাতে যান বাড়ির মালিক ট্যাং। সে সময় ঘরের ভেতর থেকে নাক ডাকার আওয়াজ শুনতে পান তিনি। প্রথমে ভেবেছিলেন পাশের বাসা থেকে নাক ডাকার শব্দ শোনা যাচ্ছে। এই ভেবে তিনি ঘুমানোর চেষ্টা করেন। কিন্তু না ঘুমিয়ে আনুমানিক ৪০ মিনিট পর বাচ্চার দুধের বোতল ধোয়ার জন্য ওয়াশরুমে যান ট্যাং। তখন তিনি খেয়াল করেন নাক ডাকার শব্দ শুধুই বাড়ছে।
সব কিছু পর্যবেক্ষণ করে বাড়ির মালিক বুঝতে পারলেন এই আওয়াজ পাশের কোনও বাড়ি থেকেই আসছে। তখন তিনি এই আওয়াজের রহস্য উদ্ঘাটন করার সিদ্ধান্ত নেন। সেই অনুযায়ী ঘরের সব রুমে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। এদিক-সেদিক তাকাতেই হঠাৎ চোখ পড়ে চোরের ওপর। তিনি দেখেন, রুমের মেঝেতে নাক ডেকে নিশ্চিন্তে ঘুমাচ্ছে চোর।
বাড়ির মালিক ট্যাং সময় নষ্ট না করে পরিবারের সবাইকে সতর্ক করেন। সেই সঙ্গে পুলিশকে খবর দেন তিনি। দ্রুত পুলিশ এসে গ্রেফতার করে সেই চোরকে।
চোরকে গ্রেফতার করার পর পুলিশ জানিয়েছে, এই চোরের নাম ইয়াং। সে এর আগেও এমন কাজের সঙ্গে জড়িত ছিল। চুরির অপরাধে ২০২২ সালে তার জেলও হয়েছিল। কিন্তু এ বছর সেপ্টেম্বরে জেল থেকে বের হয়ে আবারও পুরোনো পেশায় যোগ দিয়েছে সে।
পুলিশ আরও জানিয়েছে, এই চুরির মামলা তদন্ত করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :