‘প্রফেট সং’-এর জন্য বুকার পুরস্কার জিতলেন পল লিঞ্চ


Assroy প্রকাশের সময় : নভেম্বর ২৭, ২০২৩, ১২:২৯ অপরাহ্ন /
‘প্রফেট সং’-এর জন্য বুকার পুরস্কার জিতলেন পল লিঞ্চ

আন্তর্জাতিক ডেস্ক

‘প্রফেট সং’ উপন্যাসের জন্য বুকার পুরস্কার জিতলেন আইরিশ লেখক পল লিঞ্চ। এর মাধ্যমে প্রথমবারের মতো কোনও সম্মানজনক পুরস্কার জিতলেন ৪৬ বছর বয়সী এই আইরিশ লেখক। 

সিরিয়া যুদ্ধ এবং শরণার্থী সংকটে অনুপ্রাণিত হয়ে লেখা ‘প্রফেট সং’ উপন্যাসে উঠে এসেছে আয়ারল্যান্ডের ডাবলিনের একটি পরিবারের গল্প। দীর্ঘদিন ধরে যে গণতান্ত্রিক নিয়মরীতির মধ্যে পরিবারটি বেড়ে উঠেছে, হারিয়ে যেতে বসা সেই ব্যবস্থায় মানিয়ে নিতে পরিবারটির কঠিন লড়াইয়ের কথা উঠে এসেছে উপন্যাসে।

পুরস্কার পাওয়ার পর প্রতিক্রিয়ায় লন্ডনের ওল্ড বিলিংসগেটে মঞ্চে দাঁড়িয়ে পল লিঞ্চ বলেন, বুকার পুরস্কার আয়ারল্যান্ডে ফিরিয়ে নিতে পেরে তিনি আনন্দিত।

লিমেরিকে জন্ম নেওয়া এবং বর্তমানে ডাবলিনে বসবাস করা এই লেখক বলেন, এমন একটি উপন্যাস লেখাটা মোটেই সহজ ছিল না। পুরস্কারের অর্থ সম্পর্কে জানতে  চাইলে তিনি বলেন, ৫০ হাজার পাউন্ডের কিছু অংশ বন্ধকি সম্পত্তি মুক্ত করতে ব্যয় করবেন।

বুকার পুরস্কারের বিচারক প্যানেলের প্রধান এসি এডিগিয়ান বলেন, প্যানেল এমন একটি উপন্যাস খুঁজছিল, যা বর্তমান সময় নিয়ে কথা বলবে এবং দীর্ঘ একটা সময় ধরে তার প্রয়োজনীয়তা টিকে থাকবে। বর্তমান অস্থির সময়ে পথনির্দেশক দৃষ্টিভঙ্গি আছে এমন একটি উপন্যাসের সন্ধান করেছি আমরা- একটি বই যা আমাদের মনে করিয়ে দেবে যে, আমরা নিজেদেরকে ছাড়িয়ে যেতে পারি এবং যা দীর্ঘ সময় টিকে থাকবে।

‘প্রফেট সং’ পল লিঞ্চের পঞ্চম বই এবং চার বছর সময় ব্যয় করে এই উপন্যাস লিখেছেন তিনি।