ফিলিপাইনে গ্রীষ্মমন্ডলীয় ঝড় ট্রামির আঘাতে সেখানে মৃতের সংখ্যা ১০০ ছুঁয়েছে। ম্যানিলা থেকে এএফপি জানায়, উদ্ধারকারীরা রোববার বিচ্ছিন্ন গ্রামগুলোর কয়েক ডজন নিখোঁজের সন্ধানে একটি হ্রদে তল্লাশী চালিয়ে যাচ্ছে।
এই বছর দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে আঘাত হানা অন্যতম মারাত্মক ঝড় ট্রামি, ২৪ অক্টোবর আঘাত হানে। জাতীয় দুর্যোগ সংস্থার মতে, ঝড়টি ৫ লক্ষাধিক মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য করেছে এবং কমপক্ষে ৩৬ জন নিখোঁজ রয়েছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিকোল অঞ্চলে পুলিশ ৩৮ জন মৃত্যুর রেকর্ড করেছে। তাদের অধিকাংশের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। বিকোলের আঞ্চলিক পুলিশ পরিচালক আন্দ্রে ডিজন এএফপিকে বলেন, আমরা এখনও অনেক কল পাচ্ছি এবং আমরা যতটা সম্ভব মানুষকে বাঁচানোর চেষ্টা করছি। ‘আশা করি, আর কারো মৃত্যু হবে না।’ প্রাদেশিক পুলিশ প্রধান জ্যাকিন্টো মালিনাও এএফপিকে জানান, ম্যানিলার দক্ষিণে বাতাঙ্গাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ জন। পুলিশ জানায়, ক্যাভিট প্রদেশে বিদ্যুৎ লেগে ও ডুবে যাওয়ার পৃথক ঘটনায় দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অন্যান্য প্রদেশ থেকে আরও পাঁচটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
আপনার মতামত লিখুন :