যুদ্ধবিরতিকে স্বাগত জানালো গাজাবাসী, বিরোধিতায় কট্টরপন্থি ইসরায়েলিরা


Assroy প্রকাশের সময় : নভেম্বর ২২, ২০২৩, ৭:৪৮ পূর্বাহ্ন /
যুদ্ধবিরতিকে স্বাগত জানালো গাজাবাসী, বিরোধিতায় কট্টরপন্থি ইসরায়েলিরা

আন্তর্জাতিক ডেস্ক

৫০ জন জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরায়েল যে চারদিনের যুদ্ধবিরতি দিয়েছে তা স্বাগত জানিয়েছে গাজাবাসী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার ঊর্ধ্বতন রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশারা বলছেন, চুক্তিটি অস্থায়ী হলেও স্বস্তি আনবে। গাজাবাসী এক রাত নিশ্চিন্তে ঘুমাতে পারবেন। যুদ্ধবিরতির এই চুক্তিকে স্বাগত জানিয়েছে মার্কিন ইহুদি গোষ্ঠীও। তবে জিম্মিদের মুক্তির বিনিময়ে যুদ্ধবিরতির ঘোর বিরোধিতা করছে কট্টরপন্থি ইসরায়েলিরা। 

মারওয়ান বিশারা বলছেন, আমি নিশ্চিত যুদ্ধবিরতি গাজাবাসীর জন্য এক ধরনের স্বস্তি হবে। তারা হাসপাতালে  হোক বা  বাড়িতে সংঘাত, হামলা ছাড়া এক রাত ঘুমাতে চায়। ইসরায়েলি কারাগারে যারা এত বছর ধরে বন্দি রয়েছে তাদের মুক্তির বিষয়টিকেও  স্বাগত জানিয়েছেন এই রাজনৈতিক বিশ্লেষক।

বিশারা আরও বলেন, ইসরায়েল এরই মধ্যে জানিয়েছে যে অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর গাজায় তাদের হামলা আবার শুরু করবে। 

এদিকে মার্কিন ইহুদি গোষ্ঠীর সংস্থা ইফনটনাউ এর মুখপাত্র ইভা বোর্গওয়ার্ড বলছেন, তারা  ইসরায়েল এবং হামাসের মধ্যে সংঘাতের অস্থায়ী অবসানকে স্বাগত জানায়। তিনি বলেন, দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতির জন্য আলোচনা করতে হবে যার মাধ্যমে সংঘাতের অবসান করে প্রতিটি জিম্মিকে ঘরে ফিরিয়ে আনা যাবে  এবং সেই সাথে পুনরুদ্ধার করা  সম্ভব হবে গাজা।  
মার্কিন ইহুদি গোষ্ঠী বরাবরই ইসরায়েলের সামরিক অভিযানের বিরোধিতা করে আসছে এবং ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলের যে বর্ণবাদ তার কড়া সমালোচনা করে আসছে।

এদিকে ইসরায়েলের কট্টর ডানপন্থি দল এই যুদ্ধবিরতির বিরোধিতা করছে। যদিও ইসরায়েলি মন্ত্রীসভার ৩৮ জনের মধ্যে মাত্র তিনজন যুদ্ধবিরতির বিরুদ্ধে ভোট দিয়েছিলেন। 

ইসরায়েলি গণমাধ্যম বলছে, এই মুহূর্তে যুদ্ধবিরতির চুক্তি ইসরায়েলের জন্য সঠিক ছিল, যা হয়েছে ভালো হয়েছে।