হামাস ছাড়া গাজা একটি প্রলাপ: ইসমাইল হানিয়েহ


Assroy প্রকাশের সময় : ডিসেম্বর ১৪, ২০২৩, ১২:৪৬ অপরাহ্ন /
হামাস ছাড়া গাজা একটি প্রলাপ: ইসমাইল হানিয়েহ

আন্তর্জাতিক ডেস্ক

হামাসের প্রধান ইসমাইল হানিয়েহ বলেছেন, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীকে বাদ দিয়ে যুদ্ধ পরবর্তী গাজাকে নিয়ে যেকোনও পরিকল্পনা একটি প্রলাপ ছাড়া কিছুই না। বুধবার (১৩ ডিসেম্বর) তিনি এই মন্তব্য করেছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

টেলিভিশনে প্রচারিত মন্তব্যে ইসমাইল হানিয়েহ বলেছেন, হামাস বা প্রতিরোধ গোষ্ঠীগুলোকে বাদ দিয়ে গাজা বা ফিলিস্তিনি লক্ষ্য নিয়ে যেকোনও পরিকল্পনা একটি প্রলাপ।

একদিন আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, গাজায় সন্ত্রাসবাদকে সমর্থন ও অর্থায়ন করে এমন কাউকে প্রবেশের অনুমতি তিনি দেবেন না। নেতানিয়াহুর বক্তব্যের পর হানিয়েহ এই মন্তব্য করলেন।

হামাস প্রধান বলেছেন, ইসরায়েলি আক্রমণ বন্ধ এবং গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের শৃঙ্খলায় নিয়ে আসার আলোচনায় তিনি প্রস্তুত।

তিনি  আরও বলেছেন, জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকার নিশ্চিত করার লক্ষ্য একটি রাজনৈতিক আলোচনার জন্য হামাস প্রস্তুত ছিল।