চোট নিয়ে বছর শেষ মেসির


Assroy প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৩, ৭:৫০ পূর্বাহ্ন /
চোট নিয়ে বছর শেষ মেসির

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনা রেকর্ডগড়া ম্যাচ জিতলেও দুঃসংবাদ দিয়েছেন লিওনেল মেসি। কুঁচকির চোটে এই বছর আর খেলা হচ্ছে না আর্জেন্টাইন অধিনায়কের।

ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ে প্রথমবার হার দেখেছে ব্রাজিল। আর্জেন্টিনা সেলেসাওদের ১-০ গোলে হারিয়ে টানা জয়ের রেকর্ডে ছেদ টেনে দিয়েছে।

সমর্থকদের ওপর পুলিশের লাঠিপেটার ম্যাচটি স্বস্তি নিয়ে খেলতে পারেননি মেসি। ৭৮ মিনিটে বাধ্য হয়ে মাঠ ছেড়ে চলে গেছেন। ম্যাচের পর রেকর্ড ৮টি ব্যালন ডি’অর জয়ী জানিয়েছেন, কুঁচকিতে ব্যথা অনুভব করছিলেন। এই অবস্থায় এই বছরে যে আর খেলবেন না সেটা নিজের মুখেই জানিয়েছেন তিনি, ‘আমার অ্যাবডাক্টরে ব্যথা পাচ্ছিলাম। এই অবস্থায় এই বছরে এটাই আমার শেষ ম্যাচ। আগামী বছর সর্বোচ্চটা দেওয়ার আগে সুস্থ হতে আমার হাতে পর্যাপ্ত সময় আছে।’  

মেসির অবস্থা প্রথমার্ধ থেকেই খারাপ ছিল। টাচ লাইনে গিয়ে সেবা নিতে হয়েছে তাকে। তখন মনে হচ্ছিল পুরোপুরি ফিট নন তিনি। মেসি দাবি করেছেন, মারামারির জন্য ম্যাচের যে ২৭ মিনিট বিলম্ব হয়েছে। সেটার জন্য ঠিকমতো চিকিৎসা নিতে পারেননি তিনি, ‘এটার জন্য আমি ঠিকমতো চিকিৎসা নিতে পারিনি। ওই সময় লকার রুমে গিয়ে আবার ফেরার দরকার থাকলেও সম্ভব হয়নি।’

সুস্থ হতে মেসির হাতে যথেষ্ট সময় আছে। এতটুকু জানা গেছে, আপাতত আগামী বছরের জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের আগে ফিরছেন না তিনি। তখন ইন্টার মিয়ামির প্রাক মৌসুম অনুশীলনেও তিনি থাকবেন না।