আশ্রয় ডেস্ক
শক্তির দিক দিয়ে দুই দল প্রায় সমানে সমান। যার প্রভাবও পড়লো ম্যাচে। প্রিমিয়ার লিগে দ্বিতীয় দিনে দুই লাল কার্ডের ম্যাচে শেখ রাসেল ২-১ গোলে হারিয়েছে শেখ জামালকে।
শনিবার বসুন্ধরা কিংস অ্যারেনাতে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় শেখ রাসেল। ৫ মিনিটে গোল এসেছে দেশি ও বিদেশি খেলোয়াড়ের যুগলবন্দীতে। বাঁ প্রান্ত থেকে সুমন রেজার পাসে ফাঁকায় বুরুন্ডির স্ট্রাইকার সেলেমানি লেন্ড্রি প্লেসিং করতে ভুল করেননি। ২৭ মিনিটে শেখ জামাল সমতায় ফেরার সুযোগ নষ্ট করে। ব্রাজিলিয়ান হিগর লেইতের ক্রসে সাজ্জাদ হোসেন লক্ষ্যে শট নিতে পারেননি। বলে চলে যায় পোস্টের বাইরে দিয়ে।
যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আরও বড় দুঃসংবাদ আসে শেখ জামাল শিবিরে। ১০ জনের দলে পরিণত হয় তারা। ডি বক্সের দিকে এগিয়ে যাওয়ার সময় সারোয়ার জামান নিপুকে ফেলে দিয়েছিলেন ডিফেন্ডার মাহমুদুল হাসান কিরণ। রেফারি বিলম্ব না করে সরাসরি লাল কার্ড দেখান তাকে। বিরতির পর ১০ জনের ওপর চড়াও হয়ে ব্যবধান দ্বিগুণ করে নেয় শেখ রাসেল। ৪৯ মিনিটে শেখ রাসেলকে ২-০ গোলে এগিয়ে নেন গানিউ আতান্দা। জাপানের কোদাই লিদার কর্নারে নাইজেরিয়ান ডিফেন্ডার আতান্দার কোনাকুনি হেড পোস্টের নিচে লেগে জড়িয়ে যায় জালে। গোলকিপার মাহফুজ হাসান প্রীতমের কিছুই করার ছিল না। এছাড়া আতান্দার সঙ্গে একজন ডিফেন্ডার সেঁটে থাকলেও দলকে গোল হজম করা থেকে রক্ষা করতে পারেননি।
দুই গোলে পিছিয়ে থেকে শেখ জামাল এক গোল শোধ দেয় ৫৯ মিনিটে। সতীর্থের হেডে বক্সের ভেতরে বল পেয়ে খোলমাতভ গোলকিপারেরর বাঁ পাশ দিয়ে জোরালো শটে ব্যবধান কমিয়েছেন। ৬৬ মিনিটে কোদাইয়ের পাসে সুমন রেজা বক্সে ঢুকে জোরালো শট নিলেও তা প্রীতম পাঞ্চ করে ফিরিয়ে রাসেলকে ব্যবধান বাড়াতে দেননি। তার পর ৮০ মিনিটে ফাহিমের ক্রসে সাজ্জাদ হেড করে বল বাইরে মারায় সমতা ফেরাতে পারেনি জামাল।
৯৩ মিনিটে লাল কার্ড দেখেন শেখ রাসেলের কোচ। মেসিডোনিয়ান কোচ ইয়োগোস্লাভ ত্রেনচোভস্কি সরাসরি মার্চিং অর্ডার পেয়ে মাঠ ছাড়েন। তবে তাতে করে রাসেলের জয় আটকানো যায়নি। প্রথম ম্যাচেই তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে গতবার জুলফিকার মাহমুদ মিন্টুর অধীনে থাকা দলটি।
আপনার মতামত লিখুন :