সুইজারল্যান্ড ও ডেনমার্কের বিপক্ষে নেশন্স লিগে স্পেন দলে প্রথমবারের মত এইটর পারেডেস, মার্ক কাসাডো ও সামু ওমোরোডিওনকে ডেকেছেন কোচ লুইস ডি লা ফুয়েন্তে।
অধিনায়ক আলভারো মোরাতার ফিটনেস ইস্যু নিয়ে কিছুটা সমস্যা থাকায় এদের মধ্যে ২০ বছর বয়সী ওমোরোডিওনের অভিষেক এখন সময়ের ব্যাপার। বৃহস্পতিবার অনুশীলনে মাথায় আঘাত পাওয়া মিলানের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন মোরাতা।
ডি লা ফুয়েন্তে অবশ্য মোরাতার খেলার ব্যপারে আশাবাদী, ‘আলভারো ভালই আছেন। সব ধরনের পরীক্ষার পর জানা গেছে তার কোন বড় সমস্যা নেই। আমাদের সব ধরনের ঝুঁকি এড়িয়ে কাজ করতে হবে। আশা করছি আগামী ম্যাচের জন্য সে ফিট হয়ে উঠতে পারবে।’
পোর্তোর হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন ওমরোডিওন। চার গোল করে ইতোমধ্যেই ইউরোপা লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন।
স্প্যানিশ কোচ বলেন, ‘সামুর মধ্যে দারুন সম্ভাবনা রয়েছে। পর্তুগীজ দলের হয়ে সে নিজেকে যেভাবে প্রমান করে চলেছে তাতে অনেক ক্লাবই তার প্রতি আকৃষ্ঠ হচ্ছে। একজন ভাল স্ট্রাইকারের সব ধরনের গুণাবলী তার মধ্যে রয়েছে। এখন জাতীয় দলে তার নিজেকে প্রমানের সুযোগ এসেছে।’
ডি লা ফুয়েন্তে ২১ বছর বয়সী কাসাডোকে নিয়েও দারুন আশাবাদী। বার্সেলোনার হয়ে এই মিডফিল্ডার নিজেকে প্রমান করে চলেছেন।
বিলবাও সেন্টার-ব্যাক পারেডেসও ২৪ বছর বয়সে প্রথমবারের মত আন্তর্জাতিক ম্যাচে খেলার জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছেন।
ডি লা ফুয়েন্তে বলেছেন, ‘পরিবার ক্রমেই উন্নতি করছে। আমাদের অবশ্যই নতুন নতুন উপাদান এই পরিবারের সাথে যোগ করতে হবে। তরুন প্রতিভাদের সুযোগ দেবার বিষয়টি সবসময়ই গুরুত্ব দিতে হবে।’
এখনো প্রথম পছন্দের গোলরক্ষক উনাই সাইমন ইনজুরির কারনে মাঠের বাইরে রয়েছেন। ব্যালন ডি’অর জয়ী রড্রির হাঁটুর অস্ত্রোপচার হয়েছে। যে কারনে মৌসুমের বাকি সময়টা তাকে হয়তো বিশ্রামে থাকতে হতে পারে।
এক ভিডিও বার্তায় ডি লা ফুয়েন্তে জাতীয় দল ঘোষনা করেছেন।
নেশন্স লিগে গ্রুপ-এ৪’এ শীর্ষে রয়েছে স্পেন। ইতোমধ্যেই কোয়ার্টার ফাইনালের টিকেট পাওয়া স্পেনের জন্য গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচ তাই নিয়মরক্ষায় পরিনত হয়েছে।
আগামী ১৫ নভেম্বর কোপেনহেগেনে ডেনমার্ক ও তিনদিন পর টেনেরিফে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে স্পেন।
স্পেন স্কোয়াড :
গোলরক্ষক : ডেভিড রায়া, এ্যালেক্স রেমিরো, রবার্ট সানচেজ
ডিফেন্ডার : এইটর পারেডেস, ওসকার মিনগুয়েজা, পেড্রো পোরো, ডানি ভিভিয়ান, অমারিক লাপোর্তে, পও তোরেস, মার্ক কুকুরেলা, এ্যালেক্স গ্রিমাল্ডো
মিডফিল্ডার : মার্টিন জুবিমেন্ডি, ফাবিয়ান রুইজ, মিকেল মেরিনো, এ্যালেক্স বায়েনা, ডানি ওলমো, মার্কা কাসাডো
ফরোয়ার্ড : লামিন ইয়ামাল, ফেরান তোরেস, নিকো উইলিয়ামস, ইয়েরেমি পিনো, মিকেল ওয়ারজাবাল, আলভারো মোরাতা, সামু ওমোরোডিন, ব্রায়ান জারাগোজা
আপনার মতামত লিখুন :