আশ্রয় ডেস্ক
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নবম আসরের ড্রাফটে শীর্ষ ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। পিএসএল কর্তৃপক্ষ তাদের ফেসবুক পেজে এক ভিডিওতে আনুষ্ঠানিকভাবে তার যুক্ত হওয়ার কথা জানিয়েছে। তারা লিখেছে, ‘এইচবিএল পিএসএল ড্রাফটের জন্য আনুষ্ঠানিকভাবে নিবন্ধন করেছেন সাকিব আল হাসান।’
পিএসএলে এবারে ড্রাফটে ছয় ক্যাটাগরিতে মোট ৪৯৩ জন বিদেশি খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেখানে বাংলাদেশি খেলোয়াড় আছেন ২৮ জন। সবচেয়ে দামি প্লাটিনাম ক্যাটাগরিতে আছেন একমাত্র সাকিবই, যে ক্যাটাগরির খেলোয়াড়দের ভিত্তিমূল্য ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার (প্রায় দেড় কোটি টাকা)।
এর আগেও পিএসএলের তিনটি আসরে খেলেছেন সাকিব। ২০১৬ সালে টুর্নামেন্টের প্রথম আসরে খেলেছেন করাচি কিংসের হয়ে। ২০১৭ এবং ২০২২ সালে খেলেছেন পেশোয়ার জালমির হয়ে। তবে গতবার মাত্র একটি ম্যাচ খেলেই পারিবারিক কারণে যুক্তরাষ্ট্রে চলে যান এই অলরাউন্ডার। সব মিলিয়ে ১৩ ম্যাচে ১৮১ রান করেছেন তিনি, নিয়েছেন ৮ উইকেট।
সাকিব ছাড়াও পিএসএলের ড্রাফটে আরও বেশ কয়েকজন বাংলাদেশি আছেন। ডায়মন্ড ক্যাটাগরিতে আছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ। এই ক্যাটাগরির ভিত্তিমূল্য ৬০ হাজার ডলার (প্রায় ৬৬ লাখ টাকা)। বাকি চার ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে কারা আছেন সেটা জানানো হয়নি।
বিদেশি ক্রিকেটারের মধ্যে সর্বোচ্চ ১৪০ ক্রিকেটার আছেন ইংল্যান্ডের। দ্বিতীয় সর্বোচ্চ ৬০ ক্রিকেটার শ্রীলঙ্কার। ইংল্যান্ড, শ্রীলঙ্কার পরে তৃতীয় সর্বোচ্চ ৪৩ ক্রিকেটার আছেন আফগানিস্তানের থেকে। ৩৮ ও ২৮ ক্রিকেটার নিয়ে এই তালিকায় চতুর্থ ও পঞ্চম ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ। এছাড়া দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড থেকে ২৫,১৪, ১১ ও ৯ জন ক্রিকেটার আছেন। ২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি থেকে ১৯ মার্চ পর্যন্ত হওয়ার কথা পিএসএল। যদিও আনুষ্ঠানিকভাবে সূচি ঘোষণা করেনি পিএসএল কর্তৃপক্ষ।
আপনার মতামত লিখুন :