বাজে আম্পায়ারিংয়ে ছয় আম্পায়ারের পদাবনতি হচ্ছে


Assroy প্রকাশের সময় : ডিসেম্বর ৪, ২০২৩, ২:৪২ অপরাহ্ন /
বাজে আম্পায়ারিংয়ে ছয় আম্পায়ারের পদাবনতি হচ্ছে

আশ্রয় ডেস্ক

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) সর্বশেষ আসরে আম্পায়ারিং নিয়ে বিস্তর সমালোচনা হয়েছিল। এরপর বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত শেষে বেশ কয়েকটি ভুল সিদ্ধান্তের সত্যতা মিলেছে। আর ভুল করা আম্পায়ারদের আপাতত বড় শাস্তি না দিলেও তাদের পদাবনতি দিয়ে স্কুল ও তৃতীয় বিভাগ ক্রিকেটে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শাস্তি পাওয়া ছয় আম্পায়ার হচ্ছেন- সাইয়েদ মোজাহিদুজ্জামান স্বপন, মোহাম্মদ ওয়াহিদ, জয়নাল আবেদীন, সাইফুল ইসলাম জুয়েল, শাফিউদ্দিন আহমেদ বাবু ও আসাদুর রহমান। আপাতত তারা শুরু হতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ও নিকট ভবিষ্যতে কোনও টুর্নামেন্টের ম্যাচে দায়িত্ব পালনের সুযোগ পাবেন না। শাস্তি হিসেবে এই ছয় আম্পায়ারকে তৃতীয় বিভাগ এবং স্কুল ক্রিকেটে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে আম্পায়ার্স কমিটি। এখানেও যদি তারা ভুল করতে থাকেন, তাহলেই তাদের ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।

আম্পায়ার্স কমিটির তিন সদস্যের কমিটিতে ছিলেন বিসিবির আম্পায়ার্স এডুকেটর এনামুল হক, ম্যাচ রেফারি সেলিম শাহেদ ও আম্পায়ার্স বিভাগের ম্যানেজার অভি আব্দুল্লাহ। তাদের রিপোর্টের ভিত্তিতে গত শনিবার একটি বৈঠক করে আম্পায়ার্স কমিটি। 

শাস্তিপ্রাপ্ত আম্পায়ারদের পদাবনতি দেওয়া ছাড়াও শোকজ করার সিদ্ধান্ত নিয়েছে আম্পায়ার্স কমিটি। সেখানে তাদের কাছে জবাবদিহি চাওয়া হবে।