বিগ ব্যাশে খেলার অনুমতি পেয়েছেন রউফ


Assroy প্রকাশের সময় : ডিসেম্বর ৫, ২০২৩, ৮:১৯ পূর্বাহ্ন /
বিগ ব্যাশে খেলার অনুমতি পেয়েছেন রউফ

স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে এনওসি পেয়েছেন পেসার হারিস রউফ। তার মতো খেলার অনুমতি পেয়েছেন উসামা মির এবং জামান খানও।

এনওসি দিলেও পাকিস্তান ক্রিকেট বোর্ড বিশেষ শর্তও যুক্ত করে দিয়েছে। তারা খেলতে পারবেন ‘সীমিত আকারে’। অর্থাৎ বাড়তি ওয়ার্কলোডের কথা বিবেচনায় নিয়ে বিশেষ কিছু ম্যাচে খেলতে পারবেন তারা। আর এনওসি সম্পূর্ণ টুর্নামেন্টের জন্যও দেওয়া হচ্ছে না।

মেলবোর্ন স্টার্সের তারকা রউফ শুধু পাঁচটি ম্যাচে খেলার সুযোগ পাবেন। একইভাবে মির (মেলবোর্ন) এবং জামান খান (সিডনি) যথাক্রমে পাঁচ ও চার ম্যাচের জন্য এনওসি পেয়েছেন। বিগ ব্যাশ শুরু হচ্ছে ৭ ডিসেম্বর।

শুরুতে অবশ্য এই বিগ ব্যাশে খেলা নিয়ে বোর্ডের সঙ্গে দ্বন্দ্বও তৈরি হয় হারিস রউফের। এই ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরে তিনটি টেস্ট খেলবে পাকিস্তান। সেই সফর থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন তিনি। এ নিয়ে তাকে কারণ দর্শানোর নোটিশও পাঠানো হয়েছে। প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজতো জনসম্মুখে তার এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তিনি জানান প্রথমে টেস্ট সিরিজে খেলার ব্যাপারে কথা দিলেও পরে সিদ্ধান্ত বদল করেছেন রউফ।   কিন্তু বোর্ডের এই সিদ্ধান্তের ফলে এটা পরিষ্কার হয়ে উঠেছে যে রউফের সঙ্গে তৈরি হওয়া সংকট কমিয়ে আনতে চায় তারা।