বিসিবি পরিচালকের পদ ছাড়লেন খালেদ মাহমুদ


assroy প্রকাশের সময় : সেপ্টেম্বর ১১, ২০২৪, ৬:৩৭ অপরাহ্ন /
বিসিবি পরিচালকের পদ ছাড়লেন খালেদ মাহমুদ

ব্যক্তিগত কারণ দেখিয়ে আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের পদ থেকে সরে দাঁড়ালেন খালেদ মাহমুদ সুজন।
বিসিবি গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান, ক্রিকেট অপারেশন্সের ভাইস চেয়ারম্যান এবং আম্পায়ার কমিটির সদস্য ছিলেন ক্রিকেট মহলে চাচা হিসেবে পরিচিত সুজন।
পদত্যাগের বিষয়ে জানতে সুজনের সাথে যোগাযোগ সম্ভব হয়নি। তবে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।
বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে ছিলেন সুজন। গত তিন মেয়াদে নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বিসিবিতে ক্ষমতাশালী পরিচালক ছিলেন সুজন।
২০২০ সালে অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ জয়ের পেছনে অবদান ছিলো সুজনের। ক্রিকেটের প্রতি তার নিষ্ঠা নিয়ে কোন সন্দেহ না থাকলেও স্বার্থের সংঘাত তৈরীর জন্য বিতর্কিত হয়েছেন সুজন।
পরিচালক হবার পরও ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বিভিন্ন দলের কোচ ছিলেন সুজন। পাশাপাশি একটি ক্রিকেট একাডেমিও চালাতেন তিনি।