মাদক নেওয়ায় জিম্বাবুয়ের দুই ক্রিকেটার নিষিদ্ধ 


Assroy প্রকাশের সময় : ডিসেম্বর ২১, ২০২৩, ২:৫৬ অপরাহ্ন /
মাদক নেওয়ায় জিম্বাবুয়ের দুই ক্রিকেটার নিষিদ্ধ 

স্পোর্টস ডেস্ক

ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন জিম্বাবুয়ে অলরাউন্ডার ওয়েসলি মাধেভেরে ও ব্রান্ডন মাভুতা। তারা নিষিদ্ধ বিনোদনমূলক মাদক গ্রহণ করেছিলেন। হেড কোচ ডেভ হাটনের পদত্যাগের একদিন পরই নিষেধাজ্ঞার শাস্তি পেলেন তারা।  

প্রতিযোগিতার বাইরে ঘরোয়াভাবে তাদের বিরুদ্ধে ডোপ টেস্ট নেওয়া হয়েছিল। সেখানে পজিটিভ হয়েছেন দুজন। এই অপরাধে দুজনের বিরুদ্ধে বোর্ডের কোড অব কন্ডাক্ট ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। শৃঙ্খলাভঙ্গজনিত শুনানিতে তাদের খুব শিগগিরই অংশ নিতে হবে। সেখানেই নিষেধাজ্ঞার স্থায়ীত্বের বিষয়ে সিদ্ধান্ত হবে। 

দুই ক্রিকেটারই ঘরের মাঠে শেষ সপ্তাহে অনুষ্ঠিত আয়ারল্যান্ড সিরিজে অংশ নিয়েছিলেন। মাধেভেরে তিনটি টি-টোয়েন্টি খেললেও মাভুতা তৃতীয় টি-টেোয়েন্টি এবং তার পর তিনটি ওয়ানডে খেলেছেন। মাভুতার আন্তর্জাতিক অভিষেক হয়েছে ২০১৮ সালে। এখন পর্যন্ত টেস্ট খেলেছেন ৪টি। ১২টি ওয়ানডে ও ১০টি টি-টোয়েন্টি। মাধেভেরে অপর দিকে জিম্বাবুয়ের হয়ে প্রথম ম্যাচ খেলেছেন ২০২০ সালে। এখন পর্যন্ত দুটি টেস্ট, ৩৬টি ওয়ানডে ও ৬০টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি।