শুরুর আগেই বাংলাদেশ সফর শেষ বার্গারের


assroy প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৪, ৪:২১ অপরাহ্ন /
শুরুর আগেই বাংলাদেশ সফর শেষ বার্গারের

ইনজুরির কারণে বিশ্বকাপ বাছাইপর্বে পরবর্তী দুই ম্যাচ থেকে ছিটকে গেলেন আর্জেন্টিনার স্ট্রাইকার নিকোলাস গঞ্জালেজ।
আগামী ১০ অক্টোবর ভেনেজুয়েলা ও ১৫ অক্টোবর ঘরের মাঠে বলিভিয়ার বিপক্ষে খেলতে নামবে তিনবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ঐ দুই ম্যাচে দেশের হয়ে খেলতে পারবেন না জুভেন্টাসের স্ট্রাইকার গঞ্জালেজ।
চ্যাম্পিয়ন্স লিগে আরবি লিপজিগের বিপক্ষে ম্যাচের ১০ মিনিটে অস্বস্তি বোধ করায় গঞ্জালেজকে মাঠ থেকে উঠিয়ে নেন জুভেন্টাসের কোচ। একদিন পর ক্লাবের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ডান পায়ের ঊরুর ইনজুরিতে পড়েছেন তিনি।
ক্লাবের পক্ষ থেকে আরও জানানো হয়, পুরোপুরি সুস্থ হয়ে উঠতে এক মাসের মতো সময় লাগবে গঞ্জালেজের। ঐ ম্যাচে ৩-২ গোলে জয় পেয়েছিলো জুভেন্টাস।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস এক প্রতিবেদনে জানিয়েছে, গঞ্জালেজের বদলি খেলোয়াড়ের নাম খুব শীঘ্রই জানাবেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে ৬ জয় ও ২ হারে ১৮ পয়েন্ট নিয়ে ১০ দলের তালিকায় শীর্ষে আছে আর্জেন্টিনা। ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে কলম্বিয়া।