শ্রীলঙ্কা থেকে সরে গেলো যুব বিশ্বকাপ


Assroy প্রকাশের সময় : নভেম্বর ২১, ২০২৩, ২:৩৯ অপরাহ্ন /
শ্রীলঙ্কা থেকে সরে গেলো যুব বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের সময় শ্রীলঙ্কাকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে আইসিসি। যার প্রভাব পড়েছে ২০২৪ সালে হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে। প্রথমে শ্রীলঙ্কায় টুর্নামেন্টটি হওয়ার কথা ছিল। কিন্তু আইসিসির বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে সেটি দক্ষিণ আফ্রিকায় সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

ক্রিকেট বোর্ডের ওপর সরকারী হস্তক্ষেপ কখনো মেনে নেয় না আইসিসি। নিয়ম বিরুদ্ধ সেই কাজটা করা হয়েছে শ্রীলঙ্কায়। অবশ্য সাময়িক নিষেধাজ্ঞার বড় কোনও প্রভাব পড়ছে না তাদের ওপর। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, দৈনিক ক্রিকেটীয় কার্যক্রম ঠিক মতোই চলবে সেখানে। এমনকি দ্বিপাক্ষিক, আইসিসি ইভেন্টসহ সব পর্যায়ের ক্রিকেট তথা ঘরোয়া সিরিজ ও টুর্নামেন্ট নির্বিঘ্নে চলমান থাকবে। তবে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার আগ পর্যন্ত আইসিসির ফান্ড বণ্টনের বিষয়টি নিয়ন্ত্রণ করা হবে।   

এদিকে, দক্ষিণ আফ্রিকায় যুব বিশ্বকাপের সম্ভাবন্য ভেন্যু ভাবা হচ্ছে বেনোনি ও পচেফস্ট্রুম। আগের সূচি অনুযায়ী সেটা শ্রীলঙ্কায় ১৩ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এখন ভেন্যু সরে যাওয়ায় সম্ভাব্য সূচি এর কাছাকাছি হবে।