কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হকের মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক


Assroy প্রকাশের সময় : ডিসেম্বর ১৩, ২০২৩, ৩:৫৬ অপরাহ্ন /
কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হকের মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক

আশ্রয় ডেস্ক

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক বিবৃতিতে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, আরফানুল হক রিফাত আজ বুধবার সন্ধ্যায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।