চট্টগ্রামে ফ্রি ডেঙ্গু টেস্টের সুযোগ করে দিলেন মেয়র শাহাদাত


assroy প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২৪, ৮:০৬ অপরাহ্ন /
চট্টগ্রামে ফ্রি ডেঙ্গু টেস্টের সুযোগ করে দিলেন মেয়র শাহাদাত

বন্দর নগরী চট্টগ্রামে বিনামূল্যে ডেঙ্গু টেস্ট করানোর সুযোগ করে দিয়েছেন নতুন মেয়র ডা. শাহাদাত হোসেন। 

আজ শুক্রবার নগরীর দক্ষিণ খুলশীস্থ চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভিআইপি হাউজিং সোসাইটি জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন এ সেবার কথা উল্লেখ করেন। 

মেয়র শাহাদাত বলেন, নগরীর মেমন হাসপাতালের ডেঙ্গু ম্যানেজমেন্ট সেল স্থাপন করেছি। কারও ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে ডাক্তারের পরামর্শক্রমে সেখানে বিনামূল্যে এনএস-১ এন্টিজেন টেস্ট করাতে পারবেন। ফ্রি টেস্টের পাশাপাশি আক্রান্তদের সেবা দিতে প্রস্তুত আমাদের চিকিৎসকেরা। এছাড়া, ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন ওয়ার্ডে সচেতনতা বাড়ানোর কার্যক্রম চালু করা হয়েছে এবং মশার লার্ভা ধ্বংস করতে স্প্রে ব্যবহার করা হচ্ছে। 

তিনি বলেন, জমে থাকা স্বচ্ছ পানিতে এডিস মশার লার্ভা জন্মায়, যা ডেঙ্গু রোগ বিস্তারের জন্য দায়ী। এ জন্য বাড়ির আঙ্গিনার কোথাও পানি জমতে দেয়া যাবে না। ছাদে বা বারান্দায় ফুলের টব বা পানির টব খালি রাখার অভ্যাস গড়ে তুলতে হবে, যা নগরবাসীর সচেতনতার মধ্য দিয়ে সম্ভব। 

দক্ষিণ খুলশী চসিক জামে মসজিদ কমিটির সভাপতি মো. ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা একরামুল করিম, এমএ আজিজ, ইয়াছিন চৌধুরী লিটনসহ আরো অনেকে।