ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ৪৬৩ জন


assroy প্রকাশের সময় : সেপ্টেম্বর ৮, ২০২৪, ৫:৪৯ অপরাহ্ন /
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ৪৬৩ জন

গত ২৪ ঘণ্টায় সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে।
একই সময়ে দেশে আরও ৪৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৯৬ জন।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫২, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২৮ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৬ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০ জন ও রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩৮৯ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে ছাড়পত্র পেয়েছেন ১৩ হাজার ৯৯২ জন ।
চলতি বছরের ৮ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৬৭০ জন। এর মধ্যে ৬৭ শতাংশ পুরুষ ও ৩৩ শতাংশ নারী।