বিএনপি-জামাতের অগ্নি সন্ত্রাস রুখতে নেতা-কর্মীদেরকে রাজপথে থাকতে হবে : বাহাউদ্দিন নাসিম


Assroy প্রকাশের সময় : নভেম্বর ৭, ২০২৩, ২:৩১ অপরাহ্ন /
বিএনপি-জামাতের অগ্নি সন্ত্রাস রুখতে নেতা-কর্মীদেরকে রাজপথে থাকতে হবে : বাহাউদ্দিন নাসিম

আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাসিম বলেছেন, বিএনপি-জামাতের অপরাজনীতি, অগ্নি সন্ত্রাস রুখে দিতে আওয়ামী লীগ নেতা-কর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকতে হবে।
আজ মঙ্গলবার দুপুরে নড়াইল জেলা শাখার বিশেষ বর্ধিত ও প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নড়াইল জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
নাছিম বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলার বাস্তবায়নে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে, আগামী নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক ও এস এম কামাল হোসেন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফী বিন মোত্তর্জা এমপি, কবিরুল হক মুক্তি এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু প্রমুখ বক্তব্য রাখেন।
আগামী ১৩ নভেম্বর খুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভাগীয় জনসভা সফল করার লক্ষ্যে জেলা আওয়ামী লীগের আয়োজনে এই বিশেষ বর্ধিত ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।