বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে দেশে বিচারের নামে প্রহসন হয়েছে : হামিদুর রহমান আযাদ


assroy প্রকাশের সময় : নভেম্বর ৯, ২০২৪, ৬:২৪ অপরাহ্ন /
বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে দেশে বিচারের নামে প্রহসন হয়েছে : হামিদুর রহমান আযাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল এ. এইচ. এম হামিদুর রহমান আযাদ বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে দেশে আইনের শাসন ছিল না বরং বিচারের নামে প্রহসন হয়েছে। তিনি বলেন, ‘বিচারের নামে ফাঁসি পর্যন্ত দেওয়া হয়েছে’।

জামায়াতের  সহকারী সেক্রেটারী জেনারেল আজ এখানে পৌর কমিউনিটি সেন্টারে সংগঠনের  রাজবাড়ী জেলা শাখার রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

বিগত সরকারের দু:শাসনের প্রসংগ টেনে হামিদুর রহমান আযাদ বলেন,  হুমকি, গুম ও হত্যার মাধ্যমে নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়েছিল। দিনের ভোট রাতেই সম্পন্ন করা হয়েছে। ১৫৪ জনকে নির্বাচিত ঘোষণা করা হয় বিনা প্রতিদ্বন্দ্বিতায়। পুলিশকে দলীয় কর্মীর মতো পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করে নির্বাচনকে জালিয়াতির মহোৎসবে পরিণত করা হয়েছিল।

তিনি বলেন, একটি স্বাধীন দেশ হিসেবে ৫৪ বছর পার হলেও জনআকাক্সক্ষার বাস্তবায়ন হয়নি। সংবিধানে সকল ক্ষেত্রে সমতার কথা বলা হলেও আমাদের তিনটি মূলনীতি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার আজও বাস্তবায়িত হয়নি। আইনের দৃষ্টিতে এখনো আমাদের সমঅধিকার প্রতিষ্ঠা হয়নি।

কেউ জুলুমের শিকার হয়েছে দিনের পর দিন, আর শাসক গোষ্ঠীর কেউ আবার অন্যায় করেও পার পেয়ে গেছে । শাসক শ্রেণীর আত্মীয়-স্বজন সব সময়ই আইনের ঊর্ধ্বে থেকে গেছে। দেশে আবার ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা শুরু হয়েছে উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। সংবিধান সংশোধনের মধ্য দিয়ে আগামীতে সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচনেরও দাবি জানান এই জামায়াত নেতা।  

রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমীর অ্যাডভোকেট মো. নূরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে ফরিদপুর অঞ্চলের টিম সদস্য শামসুল ইসলাম বরাটি ও অধ্যাপক আবদুত তাওয়াব বক্তব্য রাখেন। রাজবাড়ী জেলা জামায়াতের সেক্রেটারি মো. আলীমুজ্জামান অনুষ্ঠান সঞ্চালনা করেন।

জানা গেছে, সর্বশেষ ২০০৯ সালে জেলা জামায়াতের রুকন সম্মেলন হয়েছিল। অ্যাডভোকেট নূরুল ইসলাম পুনরায় জেলা জামায়াতের আমীর নির্বাচিত হয়েছেন। এছাড়া ১৯ জন সূরা সদস্য নির্বাচিত হয়েছেন। যারা জেলার জামায়াতের সেক্রেটারি নির্বাচিত করবেন। আগামী দুই বছর নবগঠিত কমিটি জেলার দায়িত্ব পালন করবেন।

সম্মেলনে ৫৩৭ জন ভোটারসহ আমন্ত্রিত জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্বেচ্ছাসেবীবৃন্দ উপস্থিত ছিলেন।