বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনে ইমন হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার


assroy প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৪, ৪:১৪ অপরাহ্ন /
বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনে ইমন হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

বৈষম বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ইমন হত্যা মামলায় যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তি হচ্ছে-পল্লবী থানা যুবলীগের আইন বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ ওয়াসিম ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয় বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে রাজধানীর পল্লবী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শহিদ ইমনের মা বাদী হয়ে গত ২৭ আগস্ট পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট বিকেলে পল্লবী থানার মিরপুর ১০ নং বাসস্ট্যান্ডের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে আরো অনেক ছাত্র-জনতার সাথে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ গ্রহন করেছিল ইমন হোসেন আকাশ।এসময় আন্দোলনরত বৈষম্য বিরোধী ছাত্র-জনতার উপর এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আওয়ামী লীগের নেতাকর্মীদের ছোঁড়া গুলিতে ইমন গুরুতর আহত হয়। আহত ইমনকে তার মা অন্যদের সহায়তায় ডা. আজমল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন।
মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এ ঘটনায় জড়িত শেখ মোহাম্মদ ওয়াসিমকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওয়াসিমকে আদালতে প্রেরণ করা হয়েছে।