সন্ত্রাসবিরোধী সক্ষমতা বাড়াতে সিটিটিসি প্রধানের সাথে যুক্তরাজ্যের প্রতিনিধি দলের সাক্ষাত


assroy প্রকাশের সময় : নভেম্বর ১১, ২০২৪, ৭:৪৫ অপরাহ্ন /
সন্ত্রাসবিরোধী সক্ষমতা বাড়াতে সিটিটিসি প্রধানের সাথে যুক্তরাজ্যের প্রতিনিধি দলের সাক্ষাত

সন্ত্রাসবিরোধী সক্ষমতা বাড়াতে চলমান সহযোগিতা ও অংশীদারিত্বের অংশ হিসেবে যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিসের একটি প্রতিনিধি দল আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) প্রধান মো: মাসুদ করিমের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।

ডিএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সিটিটিসি কার্যালয়ে যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিসের ক্রিস ফেল্টন এর নেতৃত্বে এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।

সাক্ষাতকালে মি. ক্রিস ফেল্টন সিটিটিসি কর্মকর্তাদের কর্মদক্ষতা বৃদ্ধি, সন্ত্রাসবাদ ও আন্তর্জাতিক অপরাধ মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ প্রদানের ধারাবাহিকতা বজায় রাখতে আগ্রহ প্রকাশ করেন।

আলোচনায় সন্ত্রাসবাদ, সাইবার ক্রাইম, ট্রান্সন্যাশনাল ক্রাইম ও মানিলন্ডারিং এর মতো অপরাধ প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়।