সীতাকুন্ডের জাহাজ ভাঙ্গা কারখানায় বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি গঠন


assroy প্রকাশের সময় : সেপ্টেম্বর ৭, ২০২৪, ৬:৫০ অপরাহ্ন /
সীতাকুন্ডের জাহাজ ভাঙ্গা কারখানায় বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি গঠন

চট্টগ্রামের সীতাকুন্ডের জাহাজ ভাঙ্গা কারখানায় বিস্ফোরণের ঘটনায় ছয় সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আজ শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. শাহ মো. হেলাল উদ্দীনকে প্রধান করে ছয় সদস্য বিশিষ্ট এই তদন্ত কমিটি গঠন করা হয়।
আজ চট্টগ্রামের সীতাকুন্ডের জাহাজ ভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজের পাম্প রুমে কাটিং কাজ করার সময় বিস্ফোরণ হয়েছে। এতে ১২ জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। চট্টগ্রামের সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর সাগর উপকূলে অবস্থিত শওকত আলী চৌধুরী মালিকানাধীন এস এন করপোরেশন নামের জাহাজ ভাঙ্গা ইয়ার্ডে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত ১২ জন শ্রমিককে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এরমধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানের নির্দেশে আইসিইউ সাপোর্ট দিয়ে এম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়েছে। মালিকদের পক্ষ থেকে চিকিৎসার ব্যয় বহনের জন্য জাহাজ ভাঙ্গা শিল্প এসোসিয়েশনের নেতৃবৃন্দকে বলা হয়েছে।
তদন্ত কমিটি ঘটনাটি তদন্ত করে কারণ অনুসন্ধান, দায়দায়িত্ব নির্ধারণ ও এরূপ দুর্ঘটনা রোধে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবেন। ইতোমধ্যে পৃথক একটি আদেশে দুর্ঘটনা কবলিত ইয়ার্ডে জাহাজ ভাঙ্গার কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।