সিলেট প্রতিনিধি
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, বঙ্গবন্ধু আমাদের হৃদয়ে সোনার বাংলার স্বপ্ন দিয়ে গেছেন। এই পথ ধরে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়ন দিয়েছেন। আমাদের দেশের ইজ্জত, সম্মান সারা বিশ্বে অত্যন্ত সুন্দরভাবে উত্থাপন করেছেন।
বুধবার (২০ ডিসেম্বর) সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত আওয়ামী লীগের নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।
আব্দুল মোমেন বলেন, শেখ হাসিনা আমাদের হৃদয়ে আরেকটি জিনিস দিয়েছেন, সেটি হলো আমরা বিজয়ের জাতি, আমরা মাথানত করি না, আমরা পারবো। এই আত্মবিশ্বাস প্রতিটি ঘরে ঘরে দিয়েছেন। এই সরকারের সঙ্গে আছি, এই জন্য আমি নিজেকে ধন্য মনে করি। কোভিড ম্যানেজমেন্টে সারা সাউথ এশিয়ার মধ্যে বাংলাদেশ একনম্বর- এর কৃতিত্ব আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে অসংখ্য ধন্যবাদ।
বক্তব্যে নিজের জন্য ভোট ও দোয়া চাইলেন পররাষ্ট্রমন্ত্রী। একইসঙ্গে তার ভাই সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের স্মৃতিচারণ করে বলেন, আমিও যেন আমার ভাইয়ের মতো সততার সঙ্গে আপনাদের সেবা করে যেতে পারি।
তিনি বলেন, ৭ জানুয়ারি আমাদের নির্বাচন হবে। দুষ্ট লোক নির্বাচন বানচালের চেষ্টা করছে। আপনারা দলে দলে কেন্দ্রে গিয়ে যাকে খুশি তাকে ভোট দিয়ে দুষ্ট লোকদের শাস্তি দেবেন।
আপনার মতামত লিখুন :